নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ’র বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার (২৮ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যডঃ,মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলী, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সাস পরিচালক শেখ ইমান আলী প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে ৩টি পুরস্কার প্রদান করা হয়। সফল মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সফল গলদা চিংড়ী পোনা উৎপাদন প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নায়ন সংস্থা(সাস), এবং সফল উদ্যোক্তা হিসেবে অঞ্জনা রানী মন্ডল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করেন।