সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর বধ্যভূমি স্মৃতি স্থম্ভে ইউনিয়ন মুক্তিযুদ্ধ ও বধ্যভূমি স্মৃতিস্থম্ভ সংরক্ষণ কমিটির আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রামপ্রশাদ দাস’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সরদার রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইন্দ্রজীৎ দাশ বাপী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা থানার এস আই ইমন হাসান, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ মিঠু প্রমুখ।
এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যায় শহীদদের স্মরণে শহীদ বেদীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।