তালায় প্রকাশ্য দিবালোকে দোকান থেকে টাকা চুরি করার সময় ইমরান হোসেন (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে তালার পুরাতন থানার সামনে ভাই ভাই স্যানিটারী দোকান থেকে চুরি করার সময় তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন পাইকগাছার বিরাশি গ্রামের শুকুর গাজীর ছেলে।
ভাই ভাই স্যানিটরির প্রোপাইটর হুমায়ুন কবির জানান , শনিবার দুপুরে দোকান থেকে একটু বাইরে গেলে সেই সুযোগে তার দোকানে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তালা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।