সাতক্ষীরা তালায় জেঠুয়া পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩শে জুলাই শনিবার বেলা আনুমানিক ১১:৩০মিনিটে ঘটনাটি ঘটেছে।
এজাহার শুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ সারফাজুল মোল্ল্যা, মোঃ নাজমুল মোল্ল্যা, মোছাঃ সাহানাজ বেগম ২৩-০৭-২০২২ তারিখে বেলা আনুমানিক ১১:৩০ মিনিটে দা, লাঠি, লোহার রডসহ মোঃ লিয়াকত মোল্ল্যা (৪৮) এর বাড়ীতে প্রবেশ করে তার বড় পুত্র মোঃ হালিম মোল্ল্যা ও ছোট পুত্র মোঃ হাকিম মোল্ল্যা কে গুরুতর আহত করে। প্রথমে আসামিরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, তারপর হাতের লাঠি ও রড দিয়ে লিয়াকত মোল্ল্যার দুই পুত্রের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। মোছাঃ সাহানাজ বেগম একটি ’ভিভো’ টার্স মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ১৪,০০০ টাকা ছিনিয়ে নেয় মোঃ হাকিম মোল্ল্যার কাছ থেকে। তারপর মোঃ নাজমুল মোল্ল্যা মোঃ হাকিম মোল্ল্যার গলা চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলার উদ্দেশ্যে এবং সেখানে মোঃ হাকিম মোল্ল্যার বড় ভাই মোঃ হালিম মোল্ল্যা তাকে উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ সারফাজুল মোল্ল্যা মোঃ হালিম মোল্ল্যাকে গাছকাটা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে; যাহাতে তাহার বাম চোখের উপরে কপাল ও মাথা কাটিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়।
এরপর মোঃ নাজমুল মোল্ল্যা মোঃ সারফাজুল মোল্ল্যার কাছ থেকে দা কেড়ে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এইসময় ডাকচিৎকারে মোঃ লিয়াকত মোল্ল্যা, মোঃ শামিম গাজী, মোঃ সোহাগ মোড়ল, মোঃ তহিদ মোল্ল্যা, মোঃ মুস্তাম মোল্ল্যা ঘটনা স্থলে উপস্থিত হওয়ায় আসামিরা খুন জখমের ভয়ভীতি দেখায়া ঘটনা স্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন মোঃ হালিম মোল্ল্যাকে গুরুতর অবস্থায় ইজিবাইক যোগে তালা সরকারী হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে তালা থানায় এজাহার মামলা রজু করা হয়েছে, যার মামলা নং-১৭, তারিখ ২৩-০৭-২০২২।