তালা থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৪শ পিচ ইয়াবা ও ১ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
থানাপুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তালা থানার এস আই সৈকত মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে তালা উপজেলা মাগুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা সহ হাফিজুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হাফিজুর মাগুরা গ্রামের মৃত শেখ শফিয়ার রহমানের ছেলে, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল, তার বিরুদ্ধে একাধীকবার মাদক মামলা রয়েছে, কয়েকবার জেলও খেটেছে।
এছাড়া গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে তালা উপজেলার শুভাশিনী গ্রামে অভিযান চালিয়ে বায়োজিত আলী মোড়লের ছেলে শরিফুর ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩শ৫০ পিচ ইয়াবা তার বাড়ী থেকে আটক করে। একই অভিযানে শুভাশুনি গ্রামের আকছেদ আলী খার ছেলে আরিজুল ইসলাম (৩৫) নামের অপর মাদক ব্যবসায়ী কে ১ কেজি ১শ গ্রাম গাজা সহ আটক করা হয়। পরে আটক শরিফুর ইসলাম ও আরিজুল ইসলামকে তালা থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাব-ইপেক্টকর বিজয় কুমার মজুমদার বাদী হয়ে তালা থানায় মাদকনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
তালা থানা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাফিজুর সেখকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর দুজনের নামে মামলার প্রস্তুতি চলছে।