তালায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত সব মিলিয়ে ৫ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তাই তালার সর্বস্তরের মানুষ বিদ্যুৎ বিভাগের এ অমানুষিক কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নানা ধরনের মন্তব্য ও ক্ষোভ জানাতে দেখা গেছে । যে কোন মুহূর্তে তাদের এই চাপা ক্ষোভ বড় ধরনের বিস্ফোরণে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে, বিদ্যুৎ বিল প্রদানের জন্য পল্লী বিদ্যুতের কড়া তাগাদা দিয়ে প্রচার প্রচারণা অন্যদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং গ্রাহকদের দারুণভাবে ক্ষুব্ধ করে তুলেছে।
এবিষয়ে তালা বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে এই নাম্বারে (01769401813) ফোন দিলে সারাক্ষণ ব্যস্ত দেখায় না হলে ফোন কেটে দেয় আর যদি রিসিভ হয় তাহলে নমনীয় উত্তরের আসায় থাকা গ্রাহককে শুনানো হয় ব্রিটিশ বেনিয়াদের মতো শক্ত কোন বাক্য।সচেতন নাগরিকরা জানান – অভিযোগ কেন্দ্রের নাম্বারে কল দিলে ব্যস্ত করে রাখা আর ফোন না ধরা বিষয় টা যে কোন সময় দূর্ঘটনা হতে পারে।যদি কোন সময় বৈদ্যুতিক লাইনের দূর্ঘটনা দেখে কেউ অভিযোগ নাম্বারে ফোন দেয় আর অভিযোগ কেন্দ্রের অপারেটর ফোন না ধরে বিষয় টা অবহেলা করে তাহলে ছোট দূর্ঘটনা থেকে অনেক বড়ো দূর্ঘটনা হতে পারে।
সবমিলিয়ে তালার সাধারণ মানুষ এখন যেনো এক প্রকার পল্লী বিদ্যুৎ কোম্পানির কাছে জিম্মি। রাতে বেশি সময় বিদ্যুৎ থাকছে না, লোডশেডিং হওয়ায় রাতের আধারে চুরি হওয়ার সম্ভাবনা বেশি সামনে কুরবানী ঈদ উপেক্ষয় অনেকে বাড়িতে লক্ষ লক্ষ টাকার গরু কিনে রাখছে এলাকায় গরু চোরের উৎপাত বাড়ায় মানুষের মনে ভয় বিরাজ করছে।
বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণের প্রানের দাবি তালায় অতিদ্রুত লোডশেডিং এর সমাধান।