সাতক্ষীরার তালায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি, বীরমুক্তিযোদ্ধা মফিজউদ্দীন, আলাউদ্দীন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, এম মফিদুল ইসলাম, সাব্বির হোসেন, গনেষ দেবনাথ, ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, আজিজুল ইসলাম, আব্দল হাই, কামরুজ্জামান লিপু, জাহাঙ্গীর হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার, ঠিকাদার মিজানুর রহমান প্রমূখ।
এর আগে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী’র উপহার গৃহহীনদের প্রদত্ত ঘরতৈরীর কার্যক্রম পরিদর্শন করেন।