সাতক্ষীরার তালায় ভিজিডির সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে নাসিরউদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের তালা শাখার মাস্টার এজেন্ট ।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে ভিজিডির টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রশাসন তাকে পুলিশের হাতে সোপার্দ করে।
জানা যায়, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাধ্যমে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৪০ জনকে ভিজিডির ভাতার টাকা প্রদান করে আসছে সরকার। কিন্তু উপজেলার খলিলনগর ইউনিয়নের ২২৩ ভাতাভোগীর ভাতার টাকা প্রদানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট নাসিরউদ্দিন টাকা প্রদানে নানা ছলচাতুরি করে।বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অনুসন্ধান করে এর সত্যতা পান। পরে নাসিরকে উপজেলা প্রশাসন এর মাধ্যমে গ্রাহকের টাকা পরিশোধে সময় বেধে দেয়। গত ২৩ মার্চ বুধবার নাসির গ্রাহকের ২ লক্ষ টাকা পরিশোধ করেন। বাকি টাকা ৪ এপ্রিল সোমবার পরিশোধ করার কথা থাকলেও তিনি ২ লক্ষ ৭৫ হাজার টাকা পরিশোধ করেন।
খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নের গ্রাহকদের ৭ লক্ষ ১৩ হাজার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় উপজেলা প্রশাসন তাকে পুলিশ হেফাজতে দেন।
এ বিষয়ে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তিনি দির্ঘদিন ধরে গ্রাহকের টাকা নয়-ছয় করে আসছেন।বিষয়টি জানতে পেরে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আমরা হেফাজতে রেখেছি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, সরকারের প্রদত্ত ভাতার টাকা তিনি গ্রাহককে দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
###
মোঃ রোকনুজ্জামান টিপু/০১৭১৫৯৯৯১০৯
তালা, সাতক্ষীরা /০৪,০৪,২২