1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জিয়ার নামে স্লোগান দিলেন স্কুল শিক্ষকঃঃ - দৈনিক মানবাধিকার সংবাদ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:১৮|

তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জিয়ার নামে স্লোগান দিলেন স্কুল শিক্ষকঃঃ

মোঃ রোকনুজ্জামান টিপু::
  • Update Time : রবিবার, মার্চ ২৭, ২০২২,
  • 483 Time View

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের র‍্যালিতে শিক্ষক কতৃক জিয়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে । ইতোমধ্যো ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করেছে একটি মহল।

শ্লোগান দেওয়া শিক্ষকের নাম হাসিবুর রহমান হাসিব।তিনি ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকও তালা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি মুড়াগাছা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে একটি র‍্যালি বের করেন খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত র‍্যালিটি পরিচালনা করার সময় স্কুলটির শিক্ষক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্লোগান দিয়ে বলেন,” আজকের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় “। এমন শ্লোগানে স্কুলের শিক্ষার্থীরা অনেকটা হতভম্ব হয়ে উত্তর প্রদান করলেও শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে স্বাধীনতা দিবসে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের র‍্যালিেত বিএনপি নেতা কর্তৃক জিয়ার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমনকি জিয়ার নামে স্লোগান এ বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক ছাকির হোসেন বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করে বিষয়টি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা অব্যহত রেখেছেন।এঘটনায় শিক্ষক হাসিবুর রহমান বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষক ও বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বলেন,স্বাধীনতা দিবসের র‍্যালিতে শিক্ষক কর্তৃক জিয়ার নামে স্লোগান দেয়ার বিষয়টি তার জানা নেই। তবে এমন ঘটনা যে শিক্ষক ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, বিষয়টি সর্ম্পকে আমি অবগত আছি। একজন শিক্ষক এমন ঘটনা ঘটাতে পারেন না। ঘটনার বিষয় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page