1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
তালায় সংবাদ প্রকাশের জেরে ফটো সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিট করে চিহ্নিত সন্ত্রাসীরা। - দৈনিক মানবাধিকার সংবাদ
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:১১|
শিরোনামঃ
তালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় ২০২৪-২৫ অর্থ বৎসরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরন তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, থানায় অভিযোগ! সাতক্ষীরায় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা কলেজ অধ্যক্ষ অবরুদ্ধঃ মুল ফটকে তালা : শর্ত সাপেক্ষে মুক্তি  তালায় মাঠ দিবস পালিত তালায় দাদীকে জবাই করে হত্যা করলো পোতা! তালায় এ্যাকসেসফোরঅল প্রকল্পের কমিউনিটি প্রাকটিশনের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত তালায় জুয়াড়িদের কোন নাম নিশানা থাকবে না – জেলা প্রশাসক মোস্তাক তালায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেটি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও  আলোকচিত্র প্রদর্শিত

তালায় সংবাদ প্রকাশের জেরে ফটো সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিট করে চিহ্নিত সন্ত্রাসীরা।

মানবাধিকার ডেক্সঃ
  • Update Time : শুক্রবার, জুলাই ৮, ২০২২,
  • 850 Time View

ঘটনা স্থল সাতক্ষীরা তালার বারুইহাটি পশ্চিম পাড়া ফটো সাংবাদিক মোঃজমির উদ্দিন মোল্লা পিতাঃ আফিল উদ্দিন মোল্লার বাড়িতে হামলা করে আরিফুল ইসলাম বাবলু পিতাঃ কাদের মালী ঘটনা সূত্রে যানা যায় ৮ জুলাই শুক্রবার সকাল ৯ টায় সঙ্ঘবদ্ধ ভাবে সন্ত্রাসী নিয়ে ফটো সাংবাদিক জমির উদ্দিনের বাড়ি ভাংচুর ও মারপিট করে।

সাতক্ষীরা তালা উপজেলায় প্রতারক ও জাল ভিসা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আরিফুল ইসলাম বাবলুকে ২২ জুন আটক করার নিউজ দৈনিক মানবাধিকার সংবাদ, আঞ্চলিক সুপ্রভাত সাতক্ষীরা ও জাতীয় এইবাংলা সহ একাধিক অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ হওয়ার জেরে আসামি আরিফুল ইসলাম বাবলু নিউজ করায় ফটো সাংবাদিক জমির উদ্দিনের বাড়িতে চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে হামলা ও মারপিট করে।

ফটো সাংবাদিক জমির উদ্দিন মোল্লা বলে আরিফুল ইসলাম বাবলু আমার সাথে আগে কোন শত্রুতা নেই তবে কিছুদিন আগে প্রতারনা ও ভিসা জাল মামলার আসামীর গ্রেফতার হওয়ার পর আরিফুল ইসলাম বাবলুর তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ হওয়ায় জের ধরে অনেক দিন ধরে হুমকি দিয়ে আসছে আমাকে ও দৈনিক মানবাধিকার সংবাদ এর সম্পাদকে, আজ শুক্রবার হটাৎ আমার বাড়িতে ঢুকে কিছু চিহ্নিত সন্ত্রাসী নিয়ে অকুস্হ ভাষায় গালিগালাজ করে আমাকে রড দিয়ে মারধর করে আর আমার মা ঠেকাতে যেয়ে মায়ের একটা আঙ্গুল মস্কে গেছে- ১/আরিফুল ইসলাম বাবলু পিতাঃ কাদের মালি ২/হাফিজুল মালী ও আসাদুল মালী সং পিতাঃ মহিউদ্দিন মালী ৩/ আসিফ মালী পিতাঃ রেজাউল মালী ৪/ আরিফ মোল্লা পিতাঃ মমিন মোল্লা আরিফুল এর বাসার পাহারাদার ৫/রহিমা বেগম স্বামীঃ মহিউদ্দিন মালী আমার বাড়িতে ঢুকে এই কয়জন আমাকে রড দিয়ে পিঠে বাড়ি দিয়ে মাটিতে ফেলে দেয়।

                  মোঃজমিরউদ্দীন মোল্লা 

আমিনুর মৃধা বলেন ঘটনা স্থলে আমি ছিলাম হাপিজুল সকালে ঘটনা জমিনকে মারধর করে।

আরিফুর বাবুল চিহ্নিত সন্ত্রাসী হাপিজুলকে নিয়ে জমিন উদ্দিনের বাড়িতে হামলা করে এই সন্ত্রাসী হাফিজুরের বিরুদ্ধে এর আগে অনেক ভুক্তভোগীরা তালা থানায় ৭ সাধারণ ডাইরি রয়েছে ও ১ মামলা হয়েছিলো বলে যানা যায়।

সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা মুহাম্মাদ রেজায়ে রাব্বী ২/৮/০৭ সালে হাপিজুলের মারামারি কেন্দ্র কে তদন্তকরে জেলা প্রশাসকের কার্যালয় একটি প্রতিবেদন দাখিল করেন যেখানে লেখা ছিলো – আসামী হাফিজুল এলাকার ছিনতাইকারী, চুরি, মাস্তান ও মাদকসেবী, মারামারির ঘটনার সাথে জড়িত থাকে বলে একটা প্রতিবেদন উল্লেখ করে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফটো সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিট করা চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page