তালার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকার সরকারী রাস্তার উপর থেকে লক্ষাধীক টাকা মূল্যের কয়েকটি শিশুগাছ কেঁটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুড়াগাছা গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র মুকুল ও বুলবুলি ইসলাম শিশুগাছ বিক্রি করে দিয়েছেন বলে জানান, স্থানীয়রা। আর গাছগুলো ক্রয় করেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী খলিল।
বুধবার দুপুরে সরেজমিন গিয়ে, জানতে চাইলে অভিযুক্ত বুলবুলি জানায়, দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশের জমিতে গাছগুলি আমরাই লাগিয়েছি তাই বিক্রি করে দিয়েছি। আমি চেয়্যারম্যানের অনুুুমতি নিয়ে কাটছি। কিন্ত বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, আমি অনুমতি দেয়নি। খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিম কুমার হালদার জানান, আমি অসুস্থ্য থাকায় চৌকিদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ করতে বলেছি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, খবর পেয়েই আমি নায়েবকে গাছ জিম্মায় নিতে বলে দিয়েছি।