তালায় সামাজিক ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জুন)সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পাপড়ী, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরী খুলনার স ম রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জান লাল্টু প্রমুখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলী। দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।