কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার তালায় সন্ত্রাসী হামলার শিকার প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের পাশে দাঁড়ালো বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
সন্ত্রাসীরা মামলা তুলে নিতে বারবার হামলা সহ প্রাণনাশের ভয় দিচ্চিলো তাকে এবং তার পরিবারকে গৃহবন্দী করে রাখে।
এই অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে বিএমএসএস -এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মোঃ সুমন সরদারের কাছে সহযোগিতা কামনা করেন প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলাম।
সাথে সাথে কেন্দ্রীয় নির্দেশনা ও দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ শামিম খানকে। তিনি তালা থানার অফিসার ইনচার্জকে অবগত করেন; এবং আজ ২৭ জুলাই বুধবার সকালে তালা থানাধীন মুড়াগাছায় প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের বাড়িতে যান।
মোঃ শামীম খান তাকে সার্বিক সহযোগিতা ও যে কোনো বিপদে তিনি নিজে স্বশরীরে এবং সংগঠন তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। আসামীরা বর্তমানে পলাতক।
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেছেন- এরপর প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের আর একটি চুলের ক্ষতি হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে সাতক্ষীরায় কাফনের কাপড় পড়ে কর্মসূচী ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
মহাসচিব মো: সরদার বলেছেন, যেখানেই সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মিথ্যা মামলা ও নির্যাতন সহ কোনো সমস্যা-সেখানেই ছুটে যাবে বিএমএসএস।
“আমরা সাংবাদিকদের কন্ঠস্বর”