সাতক্ষীরার তালা উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন।
তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার উক্ত বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়।
এরআগে মঙ্গলবার (১২ জুলাই) থেকে জাঁকজমকপূর্ণ বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল মুড়াকলিয়া গ্রামে ঐ কিশোরীর বাড়িতে। আর আনুষ্ঠানিকতা ছিল বুধবার দুপুরে।
এলাকার কিছু সচেতন মহল ও বে-সরকারী সংস্থার কর্মীদের খবরের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই উক্ত বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়েছে।তবে মুচলেকায় বন্ধে বাল্যবিবাহগুলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত মনিটরিং করা জরুরি বলে সচেতন মহল মন্তব্য করেন।