তালা থানা পুলিশ ৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের মৃতঃ তাজেল মোড়লের পুত্র মোঃ রাজু মোড়ল (৩৭) এবং সুভাষিনী গ্রামের আবু দাউদ সরদারের পুত্র মোঃ ফারুক হোসেন(২৩)।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় তালার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা থেকে ঘোনাগামী রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই ইমন হাসান ও এএসআই মুস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল তাদেরকে আটক করে। এ সময় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, আটক দুই যুবক মোটর সাইকেল যোগে আঠারোমাইল এলাকায় যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে ৮ পিচ ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ কোডিনন জাতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।