সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় একটি মসজদি থেকে আবারো ১২ টি ফ্যান, ১ টা মটর, ২ টা সোলারের ব্যাটারি চুরি হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) রাতে খেশরার দঃ শাহাজাতপুর জামে মসজিদ থেকে এ চুরি সংগঠিত হয়।
এলাকাবাসী বলছে, চোরগোষ্ঠী উঠার সময় মসজিদের পিছনের কাঁঠাল গাছ বেয়ে ছাদের চিলিকোটা দিয়ে মসজিদে প্রবেশ করে। মসজিদে ঢুকে তারা নিজেদের পছন্দমতো ১২ টি ফ্যান, মসজিদের ব্যবহারিত ১ টি মোটর এবং সোলার প্যানেলের ২ টি ব্যাটারি চুরি করে মসজিদের নিচের অজু খানার তালা ভেঙে তারা বাহির হয়।
৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, মসজিদের মোয়াজ্জিন ফজরের সময় আযান দিতে গিয়ে দেখতে পায় মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভিতরে সব এলেমেলো করা। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে না জ্বললে তখন সে বুঝতে পারে মসজিদে আবারো চুরি হয়েছে। এরপর সে সবাইকে ডাকে।
প্রাথমিকভাবে, এ চক্রের একাধিক সদস্য মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা এলাকাবাসীর।
খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ মসজিদ পরিদর্শনে যাচ্ছে বলে জানান।
উল্লেখ্য, এর আগে গতবছরের ৩১ ডিসেম্বর এই ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের ৬ টি মসজিদে একযোগে চুরি সংগঠিত হয়।