বিএনপির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত..
রবিবার (৩০ জুলাাই) বিকেল ৪ টায় তালা ডাকবাংলো চত্বর হতে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে শত শত নেতা কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়ে , তালার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তালা ডাকবাংলো চত্বরে সমাবেশ নেতারা বক্তৃতাকালে বাংলাদেশ সরকারের উন্নয়নের তুলে ধরেন এবং নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন জামায়াম, বিএনপি সহ স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে আজ থেকে রাজপথে থাকবেন।
বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলার সভাপতি, শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইজ্ঞিঃ শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, কাজী মারুফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভায়ক রাজিব হোসেন রাজু, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন ,তালা উপজেলা আওয়ামী লীগের নেতা উপজেলা ভাইস সরদার মশিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগের নেত্রী জেবুরনেছা খানম, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয় আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, খলিসখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অশোক লাহেড়ী ও সম্পাদক সমীর দাশ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গনেষ দেবনাথ, তালা উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি, সরদার জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম,তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন
ছাত্রলীগের সভাপতি মিলন রায়,সহ প্রমুখ।