একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (২১ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তালা থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় পার্টি, তালা হাসপাতাল, তালা সদর ইউনিয়ন পরিষদ, তালা প্রেসক্লাব, তালা সরকারি কলেজ, শহিদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ কামেল মডেল মাধ্যমিক স্কুল , বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, জাতীয় মহিলা সংস্থা, ঠিকাদার কল্যাণ সমিতি, মা এন্টারপ্রাইজ-(প্রোঃ মিজানুর রহমান খান),স্বেচ্ছাসেবী সংগঠন – আমরাবন্ধু ফাউন্ডেশন, তালা ব্লাড ব্যাংক, গ্রীন ম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দল,সাংবাদিক , সামাজিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং মোনাজাত করা হয়।