তালা উপজেলা ইউ এনও নির্দেশ কে তোয়াক্কা করলেন না। চোমরখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাত কর্মি রবিউল ইসলাম।
ঘটনা টি ঘটেছে ১০২ নং চোমরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদগাঁ মাঠে।
যুগ যুগের ও বেশি সময় ধরে এ এলাকার তিন টি গ্রামের ধর্ম প্রান মুসলমানরা ঈদের নামাজ আদায় করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ। তিনি অত্র স্কুলের প্রধান শিক্ষক এ জন্য ক্ষমতার দাপট জাহীর করে।আমাদের বাপ দাদার আমল
থেকে চলে আসা নামাজের জন্য ঈদগা মাঠে বিদ্যুৎ সংযোগ দিবেন না।বিষয় টি তালা উপজেলা নির্রবাহী কর্মকর্তা প্রশান্ত কুমার রায়কে অবহিত করলে। তিনি তড়িত প্রধান শিক্ষক রবিউল ইসলামকে বিদ্যুৎ সংজগ ও স্কুলের চাবি দেওয়ার নির্দেশ প্রদান করেন। এবং উপজেলা শিক্ষা অফিচার ও ঈদগা মাঠের গেট ও মাইকে বিদ্যূৎ দেওয়ার নির্দেশ দেন। তার পর ও বিদ্যূৎ বিহীন মুসুল্লিরা নামাজ আদায় করেছেন বলে জানাগেছে।এ ঘটনায় সচেতন মহল জানিয়েছে উক্ত শিক্ষক সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।এদিকে
উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ শেষে ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রবিউলের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান এই স্কুলের সভাপতি ছাত্রশিবিরের ক্যাডার আজিজুর রহমান তার নির্দেশে স্কুলের চাবি এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।