তালা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম’র সহিত বীরমুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় তালা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে উক্ত মতবিনময় সভায় বীর মুক্তিযোদ্ধা এরফান আলীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ্বাস সঞ্চালনায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বক্কার মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম প্রমুখ ।
এ সময় নবাগত ওসি চৌধুরী রেজাউল করিম সহ তালা থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই কায়সার, এস আই মামুন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি জাহিদুর রহমান লিটু, রেজাউল ইসলাম, প্রভাষক আওয়াল, জাহিদুর রহমান, আবু হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।