সাতক্ষীরা তালা পাটকেলঘাটা থানার আনুমানিক ৪০০গজ দুরত্বে, পাচরাস্তা মোড় সংলগ্ন ডাকবাংলার সামনে হতে, একই বাসা হতে গ্রীল কেটে, তালা ও ৬টি সিসি ক্যামেরা ভেংগে, বিদ্যুৎ বিহিন গভীর রাত্রে ৩টি মটর সাইকেল চুরি হয়েছে।
সোমবার(১০ জুলাই) দিবাগত রাত্র সাড়ে ৩টার দিকে, পাটকেলঘাটার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমবায় ট্রেডার্স এর প্রোপাইটার ও বনিক সমিতির সাবেক সেক্রেটারী নাজিম উদ্দিন ভূইয়ার বাসা হতে এ চুরি সংগঠিত হয়। এ সময় এসআই লিটন হোসেন এর পালসার, পেশকার নাসির হোসেন এবং ভূমি অফিসের তরিকুল ইসলামের ডিসকভার মটর সাইকেল চুরি হয়। এছাড়া তালায় সোমবার দুপুর বেলা ১২:৩০ মিনিটে ঠিকাদার মিজানুর রহমান পূবালী ব্যাংকে টাকা উত্তলন করতে এসে হিরো এসপেলেন্ডার প্লাস মোটর সাইকেলটি রাখলে সেখান থেকে চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, ইদানিং চুরির সংখ্যা বেড়ে গেছে। তার উপর নিয়মিত লোড সেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকলে চুরি করা খুব সহজ হতো না, তাহাছাড়া সিসি ক্যামেরার ব্যাকাপ পাওয়া যেত এবং চোর সনাক্ত করা সহজ হতো।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মাহমুদুর রহমান বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, আধুনিক ডিভাইজ ব্যবহার করে মটর সাইকেল উদ্ধারসহ চোর ধরার চেষ্টা চলছে।