প্রকাশিত সংবাদের প্রতিবাদে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে স্থানীয় মসজিদের ইমাম মোঃ আব্দুল মাজেদ।
লিখিত বক্তব্যে আব্দুল মাজেদ বলেন, ওয়াজ মাহফিলে গজল পরিবেশন করাকে কেন্দ্র তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের বিরুদ্ধে তার উদ্বৃত্তি দিয়ে যে সংবাদটি পরিবেশন করা হয়েছে সেটি আদৌও সত্য নয়।
এটা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। গত মঙ্গলবার (২৯ মার্চ) তালার আটারই গ্রামে জান্নাতুল ফেরদৌস ফুরকানিয়া মাদ্রাসা ও আদর্শ যুব কমিটি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আমার ছেলে একটি ইসলামি সংগীত পরিবেশন করে । এ ঘটনায় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন রাগান্বিত হয়ে মঞ্চ থেকে নেমে চলে আসে। এরপর তার সাথে আমার কোন বাক-বিতন্ডা বা তর্ক-বিতর্ক হয়নি এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কে বা কারা সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে কিছু পত্র-পত্রিকায় একটি বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে। এমনকি কোন সাংবাদিক আমার কাছ থেকে কোন ধরনের বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ ছাপা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরে সমাজে তাকে এবং তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে কলংঙ্কমুক্ত করার জোর দাবি জানান।