সাতক্ষীরার তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চলাকালে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচি চলাকালে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূর আলী সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তালা শাখার আহবায়ক শহীদুর রহমান লিটু,
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক জি, এম, শফিউর রহমান ডানলাপ,দৈনিক মানবাধিকার সংবাদের সম্পাদক/প্রকাশক শামিম খান ও ব্যবস্থাপনা সম্পাদকঃ মিজানুর রহমান খান , আজিজুর রহমান প্রমুখ ।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ঘোষিত নীতিমালা অনুযায়ি গত ২৫ ফেব্রুয়ারি থেকে তালা উপাজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এ কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্বা আব্দুস সোবহান, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদস্য মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।
বক্তারা বলেন, যারা প্রতিদিন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক সাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা অমল ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা অজয় ঘোষসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মিথ্যাচার করে চলেছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
এসময় সাতক্ষীরা জেলা ও তালা উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রি ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।.