পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগর -মাগুরমারী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী উজ্জল(৩০) নামে এক রেনেটার ফার্মাসিউটিক্যাল লি; রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। মঙ্গল বার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে মাগুরমারি এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মমিন পাড়া গ্রামের পরিবার নিয়ে দীর্ঘদিন
ভাড়া বাড়িতে বসবাস করত। তিনি রাজশাহী জেলার থানা চারঘাট সাং বরকত পুর গ্রামের জামালউদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উজ্জল তার ঔষধ কোম্পানীর রেনেটার মিটিংগে পঞ্চগড় যাওয়ার পথে মাগুরমারি সড়কের এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়।পরে ফায়ার সার্ভিস সদস্যরা তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।