আজ ভারতের উড়িষ্যার সীমান্তবর্তী পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্রে ডায়মন্ড হারবারের মৎস্যজীবী শিবাজী কবিরের জালে ধরা পড়ে একটি, ৫৫, কেজি তেলিয়া ভেটকি। যার বাজার দর উঠেছে প্রায়, ১৩,লক্ষ, টাকা। এই তেলিয়া ভেটকি প্রতি কেজি দর উঠে ২৫,হাজার, টাকা করে। এই তেলিয়া ভেটকি মাছ দেখার জন্য দীঘার সমুদ্রে এর কাছাকাছি ভীড় জমায় সাধারণ পর্যটকরা। এই মাছটি প্রথমে নিয়ে যাওয়া হয় দীঘার আড়ৎদার এস এম টি কর্নধার কার্তিক বেরা। এই মাছটির ধরা পড়ারখবর পেয়ে ছুটে আসেন দীঘার ফিসারিজম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন সভাপতি নবকুমার পড়ভ্যায়। তিনি বলেন এর আগে একবার ২২৫,টি, ২৫,কেজি, ওজনের তেলিয়া ভেটকি মাছ ধরা পড়ে। এবং সেগুলো কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়। সেই সাথে গত কয়েক দিন আগে দীঘার সমুদ্রে একটি বড় তেলিয়া ভেটকি মাছ ধরা পড়েছিল। আজকের দিনে তেলিয়া ভেটকি মাছ ধরা পড়ার পর নৈনানের মৎস্যজীবী শিবাজী কবির ১৩,লক্ষ, টাকার মালিক হয়ে গেলেন।।