দেবহাটায় ৫০ পিচ ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উক্ত আসামীসহ মাদকদ্রব্য উদ্ধার হয়।
দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান, এএসআই সুজিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে মাঝ পারুলিয়া ইছামতি হ্যাচারী এ্যান্ড নার্সারীর সামনে থেকে তাকে আটক করে।
আটককৃত আসামী হলেন দক্ষিণ পারুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে রুইয়া হোসেন (২৬)। এসময় তার কাছে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক আসামীকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটাকে মাদকমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। মাদককের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।