নওগাঁয় র্যাবের অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার সহ দু’জন আটক।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,র্যাব-৫, রাজশাহী এবং র্যাব সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল র্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার ৫ জুলাই পূর্বরাতে নওগাঁ জেলা সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামস্থ মোবারক আলী (৫৭), পিতা-মৃত মোশারফ আলী’র ৭ম তলা ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য ১/ লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ৪ কেজি ২০০গ্রাম, ২/ প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ২ কেজি ৫০০গ্রাম, ৩/ পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ২ কেজি ৪০০গ্রাম, ৪/পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ১ কেজি ৮০০গ্রাম, ৫/ বিউটেন গ্যাসযুক্ত গঙঙঘ কৌটা ২টি, ৬/ দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১ টি, ৭/ লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১ টি, ৮/ একটি ব্যাটারী যাতে চঅককঙ ৬ঋ২২ ৯ঠ সহ আরো লেখা আছে, ৯/ লাল স্কসটেপ ২ টি, ১০/ স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, ১১/রেজিস্টেন্স ৭টি, ১২/ বাটন সুইচ ৮টি, ১৩/ টিউনিং সুইচ ৬টি, ১৪/ ওঈ ১টি যাতে তঐঅঘএ লেখা আছে, ১৫/ ইন্ডিকেটর ল্যাম্প ৮টি+ ইত্যাদি সহ আসামী ১/ মোঃ ওসমান গনি জিসান (৩০), পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ, সাং-দক্ষিন বাড্ডা, বাসা নং-প-২/২, ওয়ার্ড নং-২১, থানা-বাড্ডা মেট্রো, জেলা-ঢাকা(ডিএমপি উত্তর), এবং আসামী ২/ শংকর অধিকারী মুকেশ (৪০), পিতা-মনোরঞ্জন অধিকারী, সাং-নোয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর। উপরোক্ত দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করা হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব।