খুলনা মহানগরীতে মরা মুরগি বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও মূল্য তালিকা উল্লেখ না থাকায় তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, নগরীর শেরে বাংলা রোডের মেসার্স নাওয়ার মেডিকেল হলে প্রচুর মূল্য বিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা, সী বিউটি এন্ড ফ্যাশনে মূল্য উল্লেখ বিহীন বিদেশী কসমেটিকস রাখায় দুই হাজার টাকা এবং দোলখোলা বাজারের মা এন্টারপ্রাইজে মরা মুরগি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করানো হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।