শ্যামনগরে নিখোঁজের তিনদিন পর চুনা নদী থেকে হালিম (৩২) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের চুনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
হালিম শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের সলেমান গাজীর ছেলে। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন হালিম। পূর্বের জীবনবৃত্তান্ত অনুযায়ী হালিম মুন্সিগঞ্জ বাজারে আখের রস, শরবত ও ফল বিক্রেতা ছিলেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।