কুষ্টিয়ার কুমারখালীতে গোলাম কিবরিয়া সেতুর নীচ থেকে, নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার হয়েছে। মানিব্যাগে আইডি কার্ড ।
গত ৩ জুলাই রোববার হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে এ সময় তার অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়া। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক, জেলা থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
এই ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষে গভীর শোক এবং তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করে প্রকৃত ঘটনা উম্মোচনের দাবী জানাচ্ছি।