আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সূর্যকান্ত এর বেঞ্চ এ যখন বিজেপি নেত্রী নূপুর শর্মা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিচার চান। ঠিক তখনই ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সূর্যকান্ত বলেন যে নূপুর শর্মা র নিরপত্তা জন্য নিজেই দায়ী।
কারণ তিনি মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় নবী নিয়ে যে মন্তব্য করেছেন তাতে ভারতের বিভিন্ন যায়গায় অশান্তি ও ঝামেলা পোহাতে হয়েছে। সেই সাথে ভারতের সম্মান কে বিশ্বের কাছে ছোট করে দিয়েছে। এদিন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে যখন ভারতের বিভিন্ন যায়গায় থেকে হুমকি ও তাকে অপহরণ ও ধর্ষণ করার মতো হুমকি হিসেবে সামনে আসছে তার জন্য দায়ী নূপুর শর্মা। নিজের নিরাপত্তা জন্য নিজেই দায়ী। সাথে সাথে ভারতের বিভিন্ন যায়গায় নূপুর শর্মা র বিরুদ্ধে যে অভিযোগ এবং এফ আই আর করা হয়েছে তা একত্র করে দিল্লিতে নিয়ে আসার জন্য দিল্লি পুলিশ কে নির্দেশ দিয়েছেন। এবং নূপুর শর্মা র বিরুদ্ধে কেন দিল্লি পুলিশ কোন ব্যবস্থা নিল না তার কৈফিয়ত চেয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সারা ভারতের হিঙসা ও অশান্তি সৃষ্টি করার জন্য নূপুর শর্মা কে দায়ী করা হয়েছে।।