তেল ব্যবসসায়ীদের কঠোর হুশিয়ারী দিলেন তালার ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস । সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিলেই ব্যবস্থা নেওযা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন কর্মকর্তা।
তিনি জানিয়েছেন সরকার নির্ধারিত ১ কেজি বাজারজাত সয়াবিন তেলের বাজার মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা, এবং খোলা তেল সর্বোচ্চ খুচরা মূল্য কেজি প্রতি ১৩৬ টাকা । এর বেশি দামে তালা উপজেলায় কোনো বাজার , বা কোনো প্রতিষ্ঠান সয়াবিন তেল বিক্রয় করে থাকে এমন অভিযোগ পাওয়া গেলে অবশ্যয় আমরা কঠোর ব্যবস্থা নিবো । আমাদের আহব্বান থাকবে সকল ব্যবসায়ীদের প্রতি,সকল সূধী জনের প্রতি যেন রমজান উপলক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত নৃত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থীতিশীল রাখে সয়াবিন তেলসহ । অনন্যা সকল পন্য যাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় না হয় সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করর। এ ক্ষেত্র আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং কোথায় কোন অভিযোগ থাকলে দয়া করে আমাদেরকে জানাবেন । আমরা চাচ্ছি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় যেন না হয় আমরা সকলে খেয়াল রাখবো । বাজারে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি পাঁচ থেকে আট টাকা বেড়েছে। চিনি ও ডালের দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। তবে কিছুটা কমেছে চালের দাম। তো আমরা খেয়াল রাখবো নির্ধারিত দ্রব্য মূল্যের দামের চেয়ে বেশি দামে বিক্রয় না হয়।