1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
নোয়াখালীর বেগমগঞ্জে ৮৭ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক:: - দৈনিক মানবাধিকার সংবাদ
১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৭:২৯|

নোয়াখালীর বেগমগঞ্জে ৮৭ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক::

নিউজ ডেস্কঃ
  • Update Time : সোমবার, জুন ২৭, ২০২২,
  • 489 Time View

কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে মাদক পাচারকালে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যানযোগে মাদকের (গাঁজা) একটি বড় চালান নিয়ে ফেনী হতে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১৭৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলীপুর একালার একটি উচ্চ বিদ্যাললের সামনে ফেনী টু নোয়াখালী সড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় আসামী ১। মোঃ লুৎফর খাঁন (৩৮), পিতা- মৃতঃ শাহাদত খাঁন, সাং-মহাজন উত্তর,থানা কালিয়া,জেলা-নড়াইল,এ/পি-অহিদুল মিয়ার বাড়ি মুন্সিপাড়ার ভিতরে, সাং- গোপালগঞ্জ সদর, থানা ও জেলা- গোপালগঞ্জ এবং ২। মোঃ শাহীন আলম (২৮), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- বাগাড়পুস্করনী, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা‘দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারুক্তি, দেখানো ও সনাক্ত মতে তাদের হেফাজতে থাকা কাভার্ডভ্যানের পিছনের মালামাল রাখার জায়গায় বিশেষ কৌশলে সংরক্ষিত অবস্থায় ০৪টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৮৭ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী’দ্বয়কে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদক দ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে তা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে বলে নিজ মূখে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page