পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৮দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আজ শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। দীর্ঘ ৮দিন বন্ধ থাকায় গড়ে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন খান জানান, শুধুমাত্র পাসপোর্ট যাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন বিভাগ ঈদের দিনসহ পুরা ৮দিনই খোলা থাকবে আর যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা থাকার কথা রয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দীর্ঘ একটি বন্ধের কবলে পড়েছে ভোমরা স্থলবন্দর। তবে কাষ্টমস এবং সিএন্ডএফ খোলা থাকলেও শ্রমিক এবং কর্মচারিদের দাবির মুখে বন্ধ থাকছে এবং যথা সময়ে কার্যক্রম শুরু হবে। এসময় তিনি আরো বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে আড়াই’শর মত পন্যবাহী ট্রাক প্রবেশ করতো। গতকাল এবং ভোমরা বন্দরে দৈনিক ৪শর মতো ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করছে। যা ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা।
ভোমরা শুল্ক বিভাগের সহকারি কমিশনার আমীর মামুন জানান, ৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন প্রদত্ত এক বার্তায় জানানো হয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৯ এপ্রিল ২০২২ থেকে ৪ মে ২০২২ তারিখ পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) কাস্টমস হাউজসমুহে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখা। এছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টমস হাউজসমুহে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশনার পরও লম্বা ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।