খুলনার পাইকগাছায় মধুমতি পার্ক সংরক্ষণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছা আইনজীবী সমিতির সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.অনাদি কৃষ্ণ মন্ডল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিটির উপদেষ্টা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড,জিএ সবুর। বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি এ্যাড. পংকজ কুমার ধর ও জিএম আব্দুস সাত্তার,সহ-সভাপতি এ্যাড. জিএম আমজাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.দিপংকর কুমার সাহা, এ্যাড. শংকর কুমার ঢালী , এ্যাড. নাদিরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।খুলনা জেলার পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র মধুমতি পার্ক। যা অবৈধ দখলদারদের কবল ঘেকে মুক্ত করে আবারও চিত্ত বিনোদনের জন্য উন্মুক্ত করার দাবী জানান বক্তারা।