মঙ্গলবার সকালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএর দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোবাঃ শহিদ উল্লাহ। পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক বদিউজ্জামাল সরদার, অভিভাবক সদস্য যথাক্রমে মোঃ হাবিবুর রহমান, সুপ্রিয় ঘোষ, কামরুল ইসলাম, মোঃ তৌহিদুজ্জামান রাসেল, সংরক্ষিত সদস্য রুমা বেগম, দাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, শিক্ষক প্রতিনিধি কালিপদ সরকার, ফজলুর রহমান, নাজমুন নাহার। এসময় আরো উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত,উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ইউপি সদস্য শেখ হারুন অর রশীদ হিরূ, খুকুমণি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নান্টু শেখ তরিকুল ইসলাম প্রমুখ।