খুলনা জেলার পাইগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরকান্দা (চরমলই) মোড়ে অবস্থিত সৌরভ নার্সারীর সামনে থেকে ২৩ জুলাই (শনিবার) সকাল আটটার দিকে একটি লাল রংয়ের অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়েছে। জানা যায়, সাতক্ষীরা রাজার বাগান এলাকার মৃত আহাদ আলী এর ছেলে সাঈদ মাহমুদ (৩৫) নার্সারীর চারা ক্রয় করার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছার গদাইপুরে আসে।
সাঈদ চারা ক্রয় করার জন্য গদাইপুর মেইন রোড সংলগ্ন চরকান্দা (চরমলই) মোড়ে সৌরভ নার্সারীর সামনে রোডের পাশে মোটরসাইকেলটি রেখে চারা দেখার জন্য সৌরভ নার্সারীর ভিতরে প্রবেশ করে। চারা দেখে বাইরে এসে দেখে তার রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই। তৎক্ষণাৎ আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় গাড়ির মালিক পাইকগাছা থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা যায়।