পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ যোগদান করেছেন। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ২০১৯ সালের এপ্রিল মাসে বিসিএস ৩৭তম ব্যাচে প্রশাসন ক্যাডারে জামালপুর ডিসি অফিসে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। এরপর তিনি দিনাজপুর ডিসি অফিসেও সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। ২৬ জুন রবিবার তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে পাইকগাছা উপজেলায় যোগদান করেন। মাসুদ আহমেদ রংপুরের কৃতি সন্তান। উল্লেখ্য, বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে সহকারী ওয়াকফ প্রশাসক হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে “সিনিয়র সহকারী সচিব” হিসাবে পদোন্নতি পান।