খুলনার পাইকগাছায় পানিই জীবন (ফেইজ-৩) আওতায় উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (বুধবার) সকালে পাইকগাছা প্রকল্প কার্যালয়ে ডরপ এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএম আজহারুল ইসলাম। জুমে সংযুক্ত ডরপ প্রধান কার্যালয়ের প্রোগ্রাম সমন্বয়কারী আমির খসরু প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মোঃ আবু সায়েম হোসেন এর সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লবের সভাপতি এফএমএ রাজ্জাক, ইভল্ব প্রকল্প প্রোগ্রাম সমন্বয়কারী মাহবুবা আক্তার, হেলভেটাসের ইমন হোসেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল ও মহানন্দ অধিকারী, মোঃ হায়দার আলী পাড়, নুরুন্নাহার পারভীন, সুনিল বিশ্বাস, প্রীতিশ মন্ডল, মোঃ শহীদ গাজী সহ আরো অনেকে। সভায় পরিবর্তনশীল জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্থ জনগনের সুপেয় পানি ব্যবহারের নিশ্চিত করণে বাজেট ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পিএমইউ তে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র আহ্বান, বাঁকা ঈদগাহ মাঠ সংলগ্ন পিএসএফ এ সোলার সিস্টেম স্থাপন ও কুমখালী খাল পুনঃ খননের জন্য সংসদ সদস্যকে পত্র প্রদান করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।