খুলনার পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ভ্যান চুরী করে পালানোর সময় নূরইসলাম (৩৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। আটক ওই চোরের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত কাটিং প্লাস উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। আটকৃতকে শনিবার সকালে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের আব্দুস সালাম (৩২) রাস্তায় ভ্যান চালায়। শুক্রবার জুম্মা নামাজ পড়ার জন্য ভ্যানটি লস্কর ইউনিয়ন পরিষদের পাশে মঞ্জু মার্কেটের সামনে তালাবদ্ধ করে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বের হয়ে দেখে তার ভ্যানটি নিদ্রিষ্ট স্থানে নেই। তখন বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে না পেয়ে মটরসাইকেল যোগে লক্ষিখোলা বাজারের দিকে যায়। এ সময় তার মটরভ্যানটি একজন চালিয়ে যাচ্ছে দেখে তার গতিরোধ করে। এ সময় ভ্যান রেখে পালানোর সময় এলাকাবাসির সহায়তায় তাকে আটক করা হয়। আটকৃত চোর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মহাজানপুর গ্রামের বাবর আলী গাজীর ছেলে নূরইসলাম গাজী(৩৫)। আটকের পর তাকে প্রথমে লস্কর ইউনিয়ন পরিষদে ও পরে থানায় দেয়া হয়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, নূর ইসলাম বিভিন্ন থানা এলাকা থেকে মটর ভ্যান চুরি করে। তাকে শনিবার সকালে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।