খুলনার পাইকগাছায় বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ৩১ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগীতায় আয়োজিত এ সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ওসি (অপারেশন) সাইদুর রহমান, ব্র্যাকের এসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, কাজী, এনজিও কর্মকর্তা, যুব প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।