ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে
বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষেব,র্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে পানি ভবন সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধণ করেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, রমিত হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী-পেশার মানুষ।