খুলনা পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগে চাচাতো দোলা ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। লম্পট দোলা ভাইকে পুলিশ আটক করে আটক করেছে।
মামলার বিবারণে জানা যায়,উপজেলার নগর শ্রীরামপুর গ্রামেরই অজিৎ হাজরার ছেলে আক্তার হাজরা (৩৮) এবং মৃত বাবু চৌধুরীর ঘর জামাতা। আব্দুর রশিদ চৌধুরী আক্তার হাজরার চাচা শ্বশুর। চাচা শ্বশুরের শারীরিক প্রতিবন্ধী কিশোরী মেয়ের প্রতি তার কুদৃষ্টি পড়ে ও তাদের বাড়ীতে অবাধে যাতায়ত শুরু করে। দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ১৪ বছরের এ কিশোরীকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে বলে এজহারে প্রকাশ। বিষয়টি কউকে জানাতে নিষেধ করে। জানালে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সর্বশেষ ২৬ মে তাকে বাড়ীর পাশে নলকুপের পাশে নিয়ে ধর্ষণ করা কালে সে চীৎকার করে। চীৎকারের শব্দ শুনে বাড়ীর লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। বিষয়টি বিস্তারিত জেনে পারিবারিকভাবে আলোচনা করে ভিকটিমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে শনিবার লম্পট আক্তার হাজরার নামে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওসি জিয়াউর রহমান জানান,থানায় মামলা হওয়ার পর আসামীকে তার বাড়ী থেকে গ্রপ্তার করা হয়েছে।