পাইকগাছা থানা পুলিশ ও কোষ্ট গার্ড তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক ব্যক্তিদের নামে পৃথক তিনটি মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে ধৃত ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি গ্রামে মৃত বৈদ্য নাথ দে’র ছেলে সঞ্জয় দে (৫০) দীর্ঘ তিন বছর ধরে পানের বরজের মধ্যে মাদক (গাঁজা) গাছ চাষ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে সাতটায় গাঁজা গাছ উদ্ধার করে সঞ্জয়কে আটক করা হয়।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে এগারোটায় একই ইউনিয়নের সোনাতনকাটী গ্রামের আকাম বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো সময় গহর সরদারের ছেলে আল-মামুন (১৯) কে আটক করা হয়।
আটককৃতর নিকট থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে নলিয়ান কোষ্ট গার্ডের পেটি কর্মকর্তা ফুল মোহাম্মদ জানন, গড়ইখালী ইউনিয়নের শান্তা লঞ্চ ঘাটের পল্টনের উপর থেকে কযরা উপজেলার চান্নিরচক গ্রামের আজিজুল সরদারের ছেলে রবিউল সরদার (২৮) কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, থানা ও কোষ্ট গার্ডের পৃথক অভিযানে মাদক (গাঁজা) গাছসহ তিন জনকে আটক করা হয়। আটক ওই ব্যক্তিদের শনিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।