খুলনার পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৮ এপ্রিল (বৃহস্পতিবার)২৬ রমজান পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এএফএম রাজ্জাক। উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার,গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম,আব্দুর ছালাম কেরু প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে মোঃ আঃ গফুর, বাবুল আক্তার, আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বিভাসেন্দু সরকার, প্রমথ সানা, মোঃ রবিউল ইসলাম, এম আর মন্টু, আলাউদ্দিন রাজা, মোঃ নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, এফএম বদিউর জামান, আবুল হাসেম, মোঃ জহুরুল হক, আসাদুল ইসলাম ও ফসিয়ার রহমান, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, সেলিম শাহরিয়ার, হাসিবুল হক, জাকির হোসেন, শাহাজামান বাদশা, চন্দ্রকান্ত মন্ডল, ফয়সাল, নাজমুল সহ নানা শ্রেণী-পেশার মানুষ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আঃ হান্নান ওমর।
Can I just say what a comfort to find somebody who really knows what theyre talking about on the web. You definitely understand how to bring an issue to light and make it important. More people have to read this and understand this side of your story. I was surprised that you arent more popular because you surely possess the gift.