সাতক্ষীরার পাটকেলঘাটায় অভয়তলা গ্রামে জমি নিয়ে র্পূব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরে হামলায় দুইজন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৬/০২/২০২৩)তারিখ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটছে।হামলায় আহতরা হলনে,রেহেনা (৪০)ও মেয়ের জামাই মিঠুন (২৫)। তাদেরকে তালা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, কামাল হোসেনের সাথে জমি নিয়ে গোলাম হোসেনের সাথে র্দীঘদনি ধরে মামলা চলছিলো।
কামাল হোসেন বলে- যে সম্পত্তিকে কেন্দ্র করে আমার পরিবার আজ আহত হয়েছে। গোলাম হোসেনের সাথে আমাদের বিজ্ঞ আদালতের সম্পত্তিতে মামলা চলোমান। আদালত উক্ত জমিতে আমাদের উভয় পক্ষকে সম্পত্তিতে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলে। আরও বলা হয় কোন পক্ষই শান্তি-শৃংখলা ভঙ্গ করিবেন না। নালিশী সম্পত্তিতে যে যে অবস্থায় আছেন সে সেই অবস্থায় থাকিবেন। কোন পক্ষই উক্ত নালিশী সম্পতি জোর পূর্বক হস্তক্ষেপ করিবেন না, করিলে তাহাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উক্ত জমিতে গোলাম হোসেনের ছেলে আলামিন আইন ভঙ্গ করে নালিশী জমিতে লোকবল নিয়ে জমি দখল এর চেষ্টা করে। আমাদের পরিবার আলামিনকে জমিতে দখল দিতে বাধা দেওয়াই আমার ভাই বৌ রেহেনা ও মেয়ের জামাই মিঠুনের উপর হামলায় করে।আলামিন মিঠুনের পায়ে কোদাল দিয়ে কোপ মেরে যখম করে।তাদেরকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে র্ভতি করা হয়েছে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।