বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে রাত ৮টার পর থেকে বাংলাদেশ শ্রম আইন- ২০০৬ এর ১১৪ নং ধারা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট, শপিংমল, বিপনি-বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
তারই ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে ৮টায় দোকানপাট, শপিংমল, বিপনি-বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য তালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পাটকেলঘাটা ও কুমিরা বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় সাথে ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ, কাঞ্চন কুমার রায়,সহ থানার পুলিশ সদস্যরা।
সুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখ আব্দুল হাই মাস্টার ওস্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা সাইফুল ইসলাম, এজিএম সদস্য সেবা আরিফুল ইসলাম,।
এজিএম আইটি আজিজুল ইসলাম, এজিএম ওএন্ডএম ও কর্মচারিবৃন্দ সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার পরে দোকানপাট,বিপনি-বিতান, শপিংমল,কাঁচাবাজার বন্ধ রাখার জন্য বলা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, সরকারি নির্দেশ মোতাবেক ব্যবসায়ীদের যথা সময়ে দোকান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে, কোনো ব্যবসায়ী যদি তা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বিদ্যুৎ সাশ্রয় সবাইকে উদ্বুদ্ধ করা হয়েছে নির্দেশনা অমান্য করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সকলকে সচেতন করা হচ্ছে এর পর কাল থেকে যদি সরকারি নির্দেশ অমান্য করা হয় তাহলে তাদের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।