পাটকেলঘাটায় অদক্ষ হেলপার দিয়ে ট্রাক চালানোয় দাঁড়িয়ে থাকা এক ইঞ্জিন ভ্যান চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পাটকেলঘাটা গরুহাটা রোড মহাদেব বাবুর দোকানের সামনে ঘটনাটি ঘটে।
১৪মে শনিবার সকাল ১০ টার দিকে ইঞ্জিন ভ্যান চালক শেখ আবু তাহের( ১৭বছর )সে চৌগাছা গ্রামের নাসিরুদ্দিন পিলু শেখের ছেলে।
ভাঙ্গা পাইপ ইঞ্জিন ভ্যানে দাঁড়িয়ে লোড করার সময় পাটকেলঘাটা বাজার থেকে সয়াবিন তেল বোঝাই করে অদক্ষ হেলপার গাড়ি চালানোই ছেলেটির মৃত্যু হয়েছে, বলছে প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা শেখ হাফিজুর রহমান বলেন। আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম এমন সময় আমি দেখি ট্রাকের পিছন থেকে অনেক লোকজন ছুটে আসছে আমি গাড়ির সামনে ভ্যানের কাছে যাই, তখন অদক্ষ গাড়ি চালক হেল্পার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
পাটকেলঘাটায় স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় ট্রাকের চাকায় পিষ্ট হওয়া আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।