সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরা বাসষ্টান্ডে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক ও এক মহিলা যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি মোটর ভ্যান (৪)জন যাত্রী নিয়ে পাটকেলঘাটা অভিমুখে যাওয়ার সময় প্রতিমধ্যে কুমিরা বাসস্টান্ড এর কাছাকাছি একটি মোটরসাইকেল কে সাইড দিতে যাওয়ার
সময় হঠাৎ পিছন দিক থেকে আশা তেলবাহী একটি ট্রাক নাম্বার ঝিনাইদহ (৪১-০০১৩ ) যাত্রীসহ মোটর ভ্যানটিকে সজরে ধাক্কা দেয়। এ সময় ভ্যান যাত্রী করিমুন্নেসা বেগম( ৫০) তিনি বকশিয়া গ্রামের আমজেদ আলীর স্ত্রী ভ্যানচালক মাসুম বিল্লাহ (২৬) সে একই গ্রামের মইদুল মোড়লের পুত্র। ভ্যানচালক ও যাত্রী দুজনে গুরুতর আহত হয়েছে।
তেলবাহী ট্রাক চালক রফিকুল ইসলাম (৪৫)সে দে ভাটা থানার সখিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ জানান তেলবাহী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।