সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বালিগাদা মোড় সংলগ্নে প্রাইভেট কার ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।নিহত ব্যক্তির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত এখনো বিচ্ছিন্ন পা পাওয়া যায় নি।
নিহত মটর ভ্যানচালক হলেন পাটকেলঘাটা থানার চোমর খালি গ্রামের পচো মোড়লে পুত্র আরশাদ মোড়ল (৪৫ )বুধবার ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে৭টার দিকে ঘটনাটি ঘটেছে
প্রত্যক্ষদর্শীরা জানায় সাতক্ষীরা গামী প্রাইভেটকার ও মোটর ভ্যান ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।